১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চট্টগ্রামে হাছান মাহমুদ ও নওফেলসহ ৬০ জনের নামে মামলা

ড. হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল - ছবি : বাসস

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে নগরীর কোতোয়ালী থানা এলাকায় অস্ত্রশস্ত্রসহ নির্যাতনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২০ থেকে ১৩০ জনের বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (৯ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন নগরীর খুলশী পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহিদুল হাসান ফাহিম (৩৫)।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, আনিসুল ইসলাম মাহমুদ, আবদুস সালাম, মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোতোয়ালী থানার এলাকার সাফিনা হোটেলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে ও প্রত্যক্ষ মদতে দা, ছুরি, পিস্তল, রিভলবার, হকিস্টিক, ইট, পাটকেল ও বিভিন্ন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর নির্যাতন করে।

এতে অভিযোগকারী আসামিদের ছোঁড়া স্প্লিন্টার, ককটেল ও গ্রেনেডের আঘাতে আহত হয়ে নিউ লাইফ হসপিটালে চিকিৎসা নেন। সেখানে অপারেশন করে শরীর থেকে কয়েকটি স্প্লিন্টার ও রাবার বুলেট অপসারণ করা হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement