‘রেলওয়েকে কালো বিড়াল মুক্ত করতে হবে’
- লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
- ১১ নভেম্বর ২০২৪, ১৬:৩৭
রেলওয়েকে কালো বিড়াল মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, রেলের যত সম্পত্তি আছে এগুলো পরিকল্পিতভাবে ইজারা দিলে তার আয় দিয়েই রেলওয়ের বেতন যথেষ্ট।
সোমবার (১১ নভেম্বর) লাকসাম রেলওয়ে জংশন স্টেশন প্লাটফর্মে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, ‘একজন মন্ত্রী এ কালো বিড়াল ধরার জন্য শপথ নিয়ে নিজেই কালো বিড়াল হয়ে গেলেন। আর বাংলাদেশ রেলওয়ে এপ্লায়িজ লীগ (বিআরইএল) স্রোতের বিপরীত ধারায় দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘৫ আগস্ট পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে। রেলওয়ের কোন কোন জায়গায় দুর্নীতি হয় তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
রেলওয়ে এমপ্লয়িজ লীগ লাকসাম শাখার সভাপতি মীর আব্দুল খালেকের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো: সেলিম পাটোয়ারী।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে এমপ্লয়িজ লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, লাকসাম পৌরসভা জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা সভাপতি এ কে এম শাহ আলম।
রেলওয়ে এমপ্লয়িজ লীগ লাকসাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন রেলওয়ে এমপ্লয়িজ লীগ কেন্দ্রীয় কার্যকরী সদস্য আজিম উদ্দিন, লাকসাম শাখার যুগ্ম সম্পাদক মো: সোলায়মান সুমন, কোষাধ্যক্ষ আখতারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।