২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা শরণার্থী নিহত

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা শরণার্থী নিহত - ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে 'আধিপত্য বিস্তারের জেরে' দুর্বৃত্তদের গুলিতে এক নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহত মোহাম্মদ জোবায়ের (২৮) উক্ত ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, রাতে মোহাম্মদ জোবায়ের নিজের বাসার পাশে স্থানীয় কয়েকজন লোকের সাথে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে একদল দূর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। এসময় স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

স্থানীয়রা গুলিবিদ্ধ জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, স্থানীয়রা জানিয়েছে যে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সক্রিয় দুর্বত্ত আশপাশের পাহাড়ে অবস্থান করে। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে ওই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা স্থানীয়দের।

তারপরও কারা, কী কারণে এ খুনের ঘটিয়েছে তা জানতে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান গিয়াস উদ্দিন।

তিনি জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : মির্জা ফখরুল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন আলাল টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়া প্রয়োজন’ আমতলীতে কুকুরের কামড়ে ২৭ জন হাসপাতালে গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না : প্রেস সচিব আরো ৯ দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন জামায়াত দেশের মানুষের জন্য কাজ করতে চায় : সেলিম উদ্দিন কেউ বলতে পারবে না ১০ টাকার দুর্নীতি করেছি : মাসুদ সাঈদী যশোরে আকিজ ফ্যানের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত ২০২৪ সালে রেকর্ড ২৮১ সাহায্যকর্মী নিহত : জাতিসঙ্ঘ

সকল