২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫ রোহিঙ্গা আটক, পরে মিয়ানমারে পুশব্যাক

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫ রোহিঙ্গা আটক, পরে মিয়ানমারে পুশব্যাক - ছবি : নয়া দিগন্ত

পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের আওতাধীন লেম্বুছড়ি সীমান্ত পিলার-৫০ এলাকা অতিক্রমের সময় তাদের আটক করা হয়। এরপর যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করা হয়।

আটকদের মধ্যে দু’জন পুরুষ, একজন নারী ও দু’টি শিশু ছিল।

এ বিষয়ে কথা বলার জন‍্য দৌছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, মিয়ানমারের অভ‍্যন্তরে বিদ্রোহী আরকান আর্মি এবং সরকারনিয়ন্ত্রিত বাহিনীর সাথে লড়াইয়ে প্রতিদিন প্রাণহানি ঘটছে। প্রতিনিয়ত এই সংঘর্ষের ফলে প্রাণ ভয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে আসছে রোহিঙ্গারা। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধীনস্ত বিভিন্ন বিওপি সদস্যদের কঠোর নজরদারির ফলে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা সফল হচ্ছে না।

নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেল আহমেদ নোবেল বলেন, মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে পাঁচ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পুশব্যাক করা হয়েছে।

বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবির কঠোর নজরদারির ফলে অনুপ্রবেশকারীদের চেষ্টা নস্যাৎ করে দেন দায়িত্বরত বিজিবি সদস্যরা।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
জুরাইনে রিকশাচালকদের অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ একই সময় ২ স্বামীর সাথে সংসার! কুয়াকাটায় নসিমনচাপায় গৃহবধূ নিহত রাওয়ালপিন্ডিতের বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কিশোরগঞ্জে সাবেক ডিসির বিরুদ্ধে ভাইয়ের সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকি সৌদি আরবের বিরুদ্ধে ইমরান খানের স্ত্রীর অভিযোগ, ভিন্ন কথা দলের উল্লাপাড়ায় ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের কেন্দ্রলিডারদের প্রশিক্ষণ সম্পন্ন ফতুল্লায় ১৯ জুয়াড়ি গ্রেফতার ইরানের কাছে বিপজ্জনক অস্ত্র থাকা উচিত না : ইসরাইল বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ইউক্রেনকে ফের হুঁশিয়ারি, আইসিবিএম ছুড়ল রাশিয়া

সকল