খাগড়াছড়িতে প্রতিপক্ষের গোলাগুলিতে আবারো ইউপিডিএফ নেতা নিহত
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ১০ নভেম্বর ২০২৪, ২০:০৫
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের সাথে গোলাগুলিতে মিটন চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মিটন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে। তিনি পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন (২০২০-২০২১ সেশন) এবং পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন।
ইউপিডিএফ এ ঘটনার জন্য জেএসএসকে (সন্তু গ্রুপ) দায়ি করে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে রোববার ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত হন।’
বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে পানছড়িতে অবস্থানরত জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও মিটন চাকমা হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দীন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির খবর শুনেছি। কিন্তু নিহতের খবর পাইনি।’
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুক যুদ্ধে ইউপিডিএফ প্রসীত গ্রুপের তিন কর্মী নিহত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা