‘আ’লীগের পর এখন নতুন সিন্ডিকেট শুরু হয়েছে’
- উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১০ নভেম্বর ২০২৪, ০০:০২
আওয়ামী লীগের সিন্ডিকেট পালিয়ে গেছে, এখন নতুন সিন্ডিকেট শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী। তিনি বলেন, কল্যাণময় একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। যে দেশে জুলুম থাকবে না। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
শনিবার (৯ নভেম্বর ) রাত ৮টায় উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, দীর্ঘ সাড়ে পনেরো বছর যারা চাঁদাবাজি করেছে, সিন্ডেকেট করে এ দেশের মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে আমরা আর কোনো চাঁদাবাজ দেখতে চাই না। আগের মানুষ চাঁদার জন্য আসে না, এখন নতুন মানুষ চাঁদার জন্য আসে।’
তিনি বলেন, ‘আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে কাজ করতে হবে। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অপরিহার্য। মানুষ আজ তাদের মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষ দুমুঠো ডাল-ভাত খেয়ে শান্তিতে থাকতে চায়।’
তিনি আরো বলেন, ‘আপনারা যদি নতুন বাংলাদেশ চান, পরিবর্তিত বাংলাদেশ চান, তাহলে দেশ পরিবর্তনের আগে আমাদের জীবন-মরণ একমাত্র আল্লাহর সন্তুষ্ঠির জন্য হতে হবে। বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ও দুঃশাসন ফিরিয়ে আনার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে। কল্যাণকর রাষ্ট্র বানাতে ফ্যাসিবাদ চিরতরে বিদায় জানাতে হবে।’
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন কক্সবাজার জেলা বারের সাবেক সভাপতি ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী।
হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ শাহজাহান, সেক্রেটারি মাওলানা সোলতান আহমেদ, নায়েবে আমির মাওলানা নুরুল হক, রাজাপালং ইউনিয়নের সহকারী সেক্রেটারি জহির আহমেদ, ডা. মুজিদ, মোহাম্মদ ইউনুছ, মাওলানা কবির আহমেদ, মাওলানা রহমত উল্লাহ, মোহাম্মদ ইমরান, আব্দুল মান্নান, আফজাল করিম, মোহাম্মদ ইসমাঈল প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা