০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

‘আ’লীগের পর এখন নতুন সিন্ডিকেট শুরু হয়েছে’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী - ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগের সিন্ডিকেট পালিয়ে গেছে, এখন নতুন সিন্ডিকেট শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী। তিনি বলেন, কল্যাণময় একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। যে দেশে জুলুম থাকবে না। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

শনিবার (৯ নভেম্বর ) রাত ৮টায় উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, দীর্ঘ সাড়ে পনেরো বছর যারা চাঁদাবাজি করেছে, সিন্ডেকেট করে এ দেশের মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে আমরা আর কোনো চাঁদাবাজ দেখতে চাই না। আগের মানুষ চাঁদার জন্য আসে না, এখন নতুন মানুষ চাঁদার জন্য আসে।’

তিনি বলেন, ‘আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে কাজ করতে হবে। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অপরিহার্য। মানুষ আজ তাদের মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষ দুমুঠো ডাল-ভাত খেয়ে শান্তিতে থাকতে চায়।’

তিনি আরো বলেন, ‘আপনারা যদি নতুন বাংলাদেশ চান, পরিবর্তিত বাংলাদেশ চান, তাহলে দেশ পরিবর্তনের আগে আমাদের জীবন-মরণ একমাত্র আল্লাহর সন্তুষ্ঠির জন্য হতে হবে। বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ও দুঃশাসন ফিরিয়ে আনার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে। কল্যাণকর রাষ্ট্র বানাতে ফ্যাসিবাদ চিরতরে বিদায় জানাতে হবে।’

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন কক্সবাজার জেলা বারের সাবেক সভাপতি ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী।

হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ শাহজাহান, সেক্রেটারি মাওলানা সোলতান আহমেদ, নায়েবে আমির মাওলানা নুরুল হক, রাজাপালং ইউনিয়নের সহকারী সেক্রেটারি জহির আহমেদ, ডা. মুজিদ, মোহাম্মদ ইউনুছ, মাওলানা কবির আহমেদ, মাওলানা রহমত উল্লাহ, মোহাম্মদ ইমরান, আব্দুল মান্নান, আফজাল করিম, মোহাম্মদ ইসমাঈল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল