ঈদগাঁওতে ৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার
- ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
- ০৯ নভেম্বর ২০২৪, ২৩:৪৩
কক্সবাজারের ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার পাহাড়ের ঢাল থেকে এ কার্তুজগুলো উদ্ধার করা হয়।
থানা সূত্র জানায়, ‘ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার পাহাড়ের ঢালে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে কার্তুজগুলো রাখা ছিল। খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মছিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ পাহাড়ের ঢালে খুঁজে পায় পুলিশ। ব্যাগটি খুলে ৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন তারা। কার্তুজগুলোর গায়ে বিপি লেখা ছিল।’
ঈদগাঁও থানার ওসি মো: মছিউর রহমান বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা