উৎসবমুখর পরিবেশে শেষ হলো আলোকিত ফেনীর বৃত্তি পরীক্ষা
- ফেনী অফিস
- ০৯ নভেম্বর ২০২৪, ২১:৩০
ফেনীতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত বৃত্তি পরীক্ষা।
শনিবার (৯ নভেম্বর) ফেনী শহরের বিভিন্ন কেন্দ্রে আলোকিত ফেনী ফাউন্ডেশনের সহযোগিতায় দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।
এ সময় ফেনী সরকারি কলেজ, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, সোনাগাজী ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সিলোনীয়া হাই স্কুল কেন্দ্রে একসাথে পরীক্ষা নেয়া হয়।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৩তম এ আসরে জেলার চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছয় হাজার শিক্ষার্থী অংশ নেয়।
কেন্দ্র পরিদর্শন করেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইউব ও ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম।
এ সময় বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও নয়া দিগন্ত ফেনী অফিসের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ফরিদ আলম ভূঞা, যুগ্ম সম্পাদক আহমেদ আলী বিভোর, গ্লোবাল অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ লুব ব্লেন্ডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ অর্পণ, ব্যবসায়ী ও সমাজসেবক আ ন ম আবদুর রহীম উপস্থিত ছিলেন।
বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও নয়া দিগন্ত ফেনী অফিসের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতি বছর আলোকিত ফেনী এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। যাতে এই পরীক্ষার মাধ্যমে তাদের মেধা, মনন ও চিন্তার ধারা বিকশিত হয়।’
বৃত্তি পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ আজম জানান, ‘২০১০ সাল থেকে মেধা প্রতিযোগিতা আলোকিত ফেনী বৃত্তি এখন বড় আসরে রূপ নিয়েছে। শুরুর দিকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে এলেও ২০১৭ সাল থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরও অংশ নেয়ারও সুযোগ দেয়া হয়। প্রতি শ্রেণিতে ২০ জন মেধাবীসহ প্রথম থেকে অষ্টম শ্রেণির ৪০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।’
আগামী ১৬ নভেম্বর ফেনী আলিয়া কামিল মাদরাসা, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা ও দাগনভূঞা আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা