২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মোয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

অভিযুক্ত গৌতম দেবনাথকে আটক করেছে পুলিশ - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে চিড়ার মোয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৌতম দেবনাথকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে এ অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।

গৌতম দেবনাথ উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নাথ বাড়ির মরহুম নেপাল দেবনাথের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

স্থানীয়রা জানান, ‘৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে শিশুটি খেলাধুলা করার জন্য প্রতিবেশীর বাড়িতে যায়। তাকে বাড়ির উঠানে একা পেয়ে গৌতম দেবনাথ চিড়ার মোয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে নেন। শিশুটি ঘরে গেলে গৌতম তাকে কৌশলে ধর্ষণ করে। ধর্ষণের কারণে তার বিশেষ অঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়। সে বাড়ি ফিরে তার মায়ের কাছে সব কিছু খুলে বললে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।’

শিশুটির মা জানান, ‘আমার মেয়ে পাশের বাড়িতে খেলতে গেলে কাঠমিস্ত্রি গৌতম তাকে জোর করে খালি ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তার স্ত্রী সন্তানেরা কেউ বাড়িতে ছিল না। আমি তার কঠোর শাস্তি চাই।‘

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ জানান, ‘শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের নিজ বাড়ি থেকে অভিযুক্ত গৌতম দেবনাথকে আটক করে থানা নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেছেন। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

 


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল