০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুমিল্লায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৪ হাজার শিক্ষার্থী

কুমিল্লায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় চার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। জেলার লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে উপজেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৮ নভেম্বর) কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে উপজেলার সাতটি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত দু’পর্বে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলার লাকসাম, মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির তিন হাজার ৯৪৩ জন ছাত্র-ছাত্রী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

জেলার লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা, মুদাফরগঞ্জ আলী নওয়াব হাইস্কুল অ্যান্ড কলেজ, মনোহরগঞ্জ ফাজিল মাদরাসা, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ, নাঙ্গলকোট এ আর মডেল হাই স্কুল এবং মন্তলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। আগত শিক্ষক ও অভিভাবকরা বৃত্তি পরিক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

অভিভাবক মাওলানা আখতার হোসাইন আজাদী জানান, ‘দেশ গড়ায় শিক্ষা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সুনাগরিক গঠন করার লক্ষ্যে কিশোরকন্ঠ পাঠক ফোরামের এ আয়োজন প্রশংসনীয়। এমন উদ্যোগ দেশের কল্যাণে দক্ষ ও যোগ্য নাগরিক তৈরিতে ভূমিকা রাখবে।’

অভিভাবক আবদুল লতিফ সরকার লিটন বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ধরণের জ্ঞানচর্চামূলক আয়োজন আরো বেশী বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হয়ে ওঠবে।’

এ সময় কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো: সফিউল্লাহ্, কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা দক্ষিণ জেলা চেয়ারম্যান মু: নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সাবেক উপদেষ্টা মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, জোবায়ের ফয়সাল, সাবেক পাঠককল্যাণ সম্পাদক আমিমুল এহসান প্রমুখ।

কিশোরকন্ঠ ফাউন্ডেশনের লাকসাম শহর শাখার নির্বাহী সম্পাদক জাহিদুল ইসলাম, নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ শাখার পরিচালক ইয়াকুব হাসান রিফাত, লাকসাম উপজেলা পশ্চিম পরিচালক সাইফুল ইসলাম সুমন, নাঙ্গলকোট সদর পরিচালক আবু তৈয়ব তাহমিদ, মনোহরগঞ্জ উপজেলা সদর শাখার পরিচালক মীর হোসেন, উপজেলা পূর্ব শাখার পরিচালক রবিউল হোসেন, পশ্চিম শাখা পরিচালক সাইফ শোভন উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
মার্কিন ড্রোন ভূপাতিত করল হাউছিরা চীন যাচ্ছেন বিমান বাহিনী প্রধান ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৬ স্বৈরাচার ও তার সহকারীরা জাতীয় দুশমন : এ টি এম মাছুম নেদারল্যান্ডসে ইসরাইলি ফুটবল সমর্থকদের ওপর হামলা সেনাপ্রধানের সাথে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডারের সাক্ষাৎ সিলেটে বিজিবির হাতে কোটি টাকার চোরাই পণ্য আটক তরুণ-যুবকরা সিদ্ধান্ত নিয়েছে চাঁদাবাজমুক্ত দেশ গড়বে : ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, নানা খেলা চলছে : গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্র চায় ঢাকা ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক : মিলার নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন

সকল