বাবার অটোরিকশায় নানাবাড়ি যাওয়ার পথে বাসচাপায় ২ শিশু নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ নভেম্বর ২০২৪, ১১:৪২
কুমিল্লায় বাবার সিএনজিচালিত-অটোরিকশায় চড়ে নানাবাড়ি বেড়াতে যাওয়ার পথে বাসচাপায় দু’শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছগুড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে পাঁচটি গাড়ি ভাঙচুর করে।
নিহত ভাই-বোন দেবিদ্বার উপজেলা হোসেনপুর গ্রামের অটোরিকশাচালক জাহাঙ্গীর আলমের ছেলে মো: জুনায়েদ (১২) ও মেয়ে ফাহিমা আক্তার (৯)।
জুনায়েদ জাফরগঞ্জ এলাকার একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং ফাহিমা হোসেনপুর নুরানি মাদরাসার শিক্ষার্থী। এ সময় নিহতদের বাবা জাহাঙ্গীর আলমসহ আরো দু’জন আহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশু দু’টি তাদের বাবার কাছে বায়না ধরে নানার বাড়িতে দিয়ে আসতে। সারাদিন অটোরিকশা চালানোর পর জাহাঙ্গীর রাতে তাদের নানার বাড়িতে দিয়ে আসতে যান। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলা ছগুরা এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, একটি বাস ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে জুনায়েদ মারা যায়। হাসপাতালে নেয়ার পথে ফাহিমাও মারা যায়।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো: শাহিনুল ইসলাম বলেন, উত্তেজিত লোকজন নিউ সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করেছে। উত্তেজিত লোকজনকে শান্ত করা হয়েছে।
সূত্র : ইউএনবি