০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

মিরসরাইয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

মিরসরাইয়ে ঘুরতে এসে গণধর্ষণের শিকার তরুণী - ছবি : প্রতীকী

চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেকে ঘুরতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার মহামায়া এলাকায় পাহাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও ফেনী সদর থেকে মহামায়া ঘুরতে আসেন প্রেমিক যুগল। এ সময় তারা মহামায়া লেকের গহীনে গেলে তাদের পেছন নেয় তিন যুবক।

এর আগে তাদের পেছন নিয়ে যুবকরা ভিডিও করে রাখে। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনায় জড়িতরা মিরসরাই উপজেলার দুর্গাপুর এলাকার।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, ‘মহামায়া লেকে এক তরুণী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের সনাক্ত করতে এবং গ্রেফতারের চেষ্টা চলছে।’


আরো সংবাদ



premium cement