কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- কাজী খোরশেদ আলম, বুড়িচং (কুমিল্লা)
- ০৭ নভেম্বর ২০২৪, ২১:৫৮
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান রাকিব (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া গ্রামে কাটা জাঙ্গাল এলাকায় জয়নালের ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মেহেদী হাসান রাকিব ময়নামতি ইউনিয়ন এর কাঠালিয়া গ্রামের শাহ জাহানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর কাটা জাঙ্গালের মাথায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে জয়নাল আবেদীনের ওয়ার্কশপের শ্রমিক ছিলেন মেহেদী হাসান রাকিব। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে রাকিবের মৃত্যু হয়েছে।
ওই দিন মেহেদী হাসান রাকিব একা ওয়ার্কশপে ছিলেন। ওয়ার্কশপের মালিক একই ইউনিয়নের সিন্ধুরিয়া পাড়ার গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে। ওয়ার্কশপের মালিক জয়নাল আবেদীন ও অন্য শ্রমিকরা দুপুরের খাবার খেতে চলে যায়। এ সময় মেহেদী হাসান রাকিব একা ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎ শর্টসার্কিটে লেগে মৃত্যুবরণ করেন। ওয়ার্কশপের মালিক জয়নাল আবেদীন ফিরে এসে দেখে সে মাটিতে লুটিয়ে পড়ে আছে। এ সময় তিনি বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে মোহাম্মদ আজিজুল হক ও এসআই মো: শামীম আহমেদ ও তার দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।