অবশেষে অন্তর্বর্তী ৩ পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন
- বান্দরবান সংবাদদাতা
- ০৭ নভেম্বর ২০২৪, ২১:৪২
অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাস পর অন্তর্বর্তী তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়।
এ সময় তিন পার্বত্য চেয়ারম্যানসহ ১৫ সদস্যের অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। জেলা পরিষদ বান্দরবানে অধ্যাপক থানজামা লুসাই, রাঙ্গামাটিতে কাজল তালুকদার ও খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুন ত্রিপুরাকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। জেলা পরিষদে বাঙালিসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরসম্প্রদায়ের প্রতিনিধিও রাখা হয়েছে।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও অধিকাংশ সদস্যরা আত্মগোপনে চলে যান। ফলে পার্বত্য জেলা পরিষদগুলো গত তিন মাস ধরে অকার্যকর অবস্থায় পড়েছিল। এতে সাধারণ মানুষরা পড়ে ভোগান্তিতে। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সমাজসেবা পর্যটনসহ ২৩ টি বিভাগ রয়েছে তিন পার্বত্য জেলায়। ভূমি ব্যবস্থাপনার একটি অংশও দেখাশোনা করে জেলা পরিষদগুলো।
স্থানীয় লোকজনদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে অন্তর্বর্তী সরকার তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে। ১৯৮৯ সালে তৎকালীন স্থানীয় সরকার চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে এই স্থানীয় সরকারের নাম পরিবর্তন করে রাখা হয় পার্বত্য জেলা পরিষদ। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে সরকারই এসেছে তারা দলীয় লোক দিয়ে অন্তর্বর্তী পরিষদ গঠন করে চালিয়েছে। তবে পটপরিবর্তনের পর বর্তমান সরকার ক্ষমতায় আসার তিন মাস পর এই তিন পার্বত্য জেলা পরিষদগুলো পুনর্গঠন করা হয়েছে।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর আগে ২০১১ সালে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৭০ সালে পাকিস্তান পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে বোটানিতে এমএসসি করেন। সর্বশেষ ১৯৯৪ সালে কক্সবাজার মহিলা কলেজের অধ্যাপক নিযুক্ত হন। তিনি পার্বত্য চট্টগ্রামের লুসাই সম্প্রদায়ের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা