২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পর্যটকদের আকৃষ্ট করতে বান্দরবানে অভূতপূর্ব ছাড়

- ছবি : নয়া দিগন্ত

পর্যটকদের বান্দরবানে ভ্রমণে আকৃষ্ট করতে বিশাল ছাড়ের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। হোটেল মোটেল রিসোর্ট থেকে শুরু করে পর্যটকদের পরিবহনে যানবাহন এমনকি রেস্টুরেন্ট ও পার্কগুলোতেও ছাড় দেয়া হয়েছে।

জানা গেছে, হোটেল মোটেল রিসোর্টগুলোতে ২৫ থেকে ৩০ শতাংশ, যানবাহনগুলোতে ২০ শতাংশ রেস্টুরেন্টগুলোতে ১০ শতাংশ ও পার্কে ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের গ্রান্ড ভ্যালী হোটেল সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

নাসিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ওসমান গনি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিরাজুল ইসলাম, জসীম উদ্দীন, গিয়াস উদ্দিন মাস্টার প্রমুখ।

ব্যবসায়ীরা জানায়, বান্দরবানে পর্যটকদের আগমন বাড়াতে ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে পর্যটন খাত লোকসানের মুখে পড়লেও দীর্ঘদিন পর পর্যটকরা যাতে বান্দরবানে স্বাচ্ছন্দে বেড়াতে পারেন তার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে ছাড় দেয়া হচ্ছে। তবে ব্যবসায়ীরা বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচির পর্যটন কেন্দ্রগুলো পর্যায়ক্রমে খুলে দেয়ার দাবি জানিয়েছেন।

পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত ৭ অক্টোবর তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমনের ওপর প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়। গত পহেলা নভেম্বর থেকে এসব নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেয়া হয়। এখনো বান্দরবানের সন্ত্রাস প্রবণ এলাকা রুমা রোয়াংছড়ি ও থানচিতে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা রয়ে গেছে।


আরো সংবাদ



premium cement
প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল

সকল