০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পর্যটকদের আকৃষ্ট করতে বান্দরবানে অভূতপূর্ব ছাড়

- ছবি : নয়া দিগন্ত

পর্যটকদের বান্দরবানে ভ্রমণে আকৃষ্ট করতে বিশাল ছাড়ের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। হোটেল মোটেল রিসোর্ট থেকে শুরু করে পর্যটকদের পরিবহনে যানবাহন এমনকি রেস্টুরেন্ট ও পার্কগুলোতেও ছাড় দেয়া হয়েছে।

জানা গেছে, হোটেল মোটেল রিসোর্টগুলোতে ২৫ থেকে ৩০ শতাংশ, যানবাহনগুলোতে ২০ শতাংশ রেস্টুরেন্টগুলোতে ১০ শতাংশ ও পার্কে ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের গ্রান্ড ভ্যালী হোটেল সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

নাসিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ওসমান গনি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিরাজুল ইসলাম, জসীম উদ্দীন, গিয়াস উদ্দিন মাস্টার প্রমুখ।

ব্যবসায়ীরা জানায়, বান্দরবানে পর্যটকদের আগমন বাড়াতে ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে পর্যটন খাত লোকসানের মুখে পড়লেও দীর্ঘদিন পর পর্যটকরা যাতে বান্দরবানে স্বাচ্ছন্দে বেড়াতে পারেন তার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে ছাড় দেয়া হচ্ছে। তবে ব্যবসায়ীরা বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচির পর্যটন কেন্দ্রগুলো পর্যায়ক্রমে খুলে দেয়ার দাবি জানিয়েছেন।

পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত ৭ অক্টোবর তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমনের ওপর প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়। গত পহেলা নভেম্বর থেকে এসব নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেয়া হয়। এখনো বান্দরবানের সন্ত্রাস প্রবণ এলাকা রুমা রোয়াংছড়ি ও থানচিতে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা রয়ে গেছে।


আরো সংবাদ



premium cement
গাজীপুরের তুসুকা গ্রুপের ৬ কারখানার ২৩৯ শ্রমিক ছাঁটাই শাহরুখ খানকে হত্যার হুমকি ট্রাম্পের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির বড় পরিবর্তনের সম্ভাবনা নেই : তৌহিদ নাটোরে যুবলীগ নেতা হত্যা : ২৫ জনের বিরুদ্ধে মামলা নওগাঁয় বিদ্যুৎপৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু ট্রাম্পের জয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির আশা করছে তালেবান ট্রাম্পের জয়ে ১৯ ভারতীয় সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠবে, আশা দিল্লির দ্রুত নির্বাচনই দেশের জন্য মঙ্গল : শাহজাহান নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিওপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক ‘সংসদ নির্বাচনের ব্যবস্থা করে দেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে’ আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের

সকল