নোয়াখালীতে করফাঁকি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহাজাহানকে অব্যাহতি
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া নোয়াখালী অফিস
- ০৬ নভেম্বর ২০২৪, ২১:০০
নোয়াখালীতে দুদুকের করা মামলায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মো: শাহাজাহান অব্যাহতি দিয়েছেন নোয়াখালী বিশেষ জজ আদালত।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো: আহসান তারেক এ মামলা থেকে তাকে অব্যাহতি দেন।
জানা গেছে, ২০০৮ নোয়াখালী দুদুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মো: শাহাজাহানের বিরুদ্ধে গাড়ীর করফাঁকির মামলা দায়ের করেন।
এ মামলায় সরকার পক্ষের পিপি ছিলেন নুর হোসেন। বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আ: রহমান, অ্যাডভোকেট আ: রহিম,অ্যাডভোকেট বাহার উদ্দিন খোকন।
অ্যাডভোকেট আ: রহমান বলেন, গাড়ী কর ফাঁকি মামলা একটি মিথ্যা মামলা এবং রাজনৈতিক মামলা। রাজনৈতিক প্রতিপক্ষকে ভোগান্তির জন্য এ মামলাটি করা হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা