০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

‘বিভাজনের রাজনীতি জনগণ ও দেশের জন্য কল্যাণকর নয়’

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ টি এম মাসুম - ছবি : নয়া দিগন্ত

বিভাজনের রাজনীতি জনগণ ও দেশের জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম। তিনি বলেন, সব শ্রেণি, পেশা ও ধর্মের লোকদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলতে হবে। দেশকে আমরা স্বাধীন সার্বভৌম রাখতে চাই এবং আমাদের অধিকার নিশ্চিত করতে চাই।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ রসুইঘর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এ টি এম মাসুম বলেন, ‘আমরা ৫৩ বছর পার করেছি। কিন্তু কোনো রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, কবি-সাহিত্যিক কেউই মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে মর্যাদার সাথে পরিচালনার জন্য উদ্যোগ নেননি।’

তিনি বলেন, ‘বিগত বছরের শাসনে আমলে যারা ছিলেন তারা দেশের লোকদের বিভক্ত করে দেশের শক্তিকে ধ্বংস করে দিয়েছেন। যে কারণে আমাদেরকে এবং দেশকে গভীর সঙ্কটের মধ্যে পড়তে হয়েছে। যারা এদেশকে স্বাধীন করেছেন বলে বড় বড় গলায় কথা বলেন তারাই এদেশকে হুমকির সম্মুখীন করেছেন। দেশে এমন এক রাজনীতি চালু করেছেন, যে রাজনীতির ফলাফল হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। তারা সব সময় দেশকে দাঙ্গা হাঙ্গামার মধ্যে রেখেছেন, এর কারণ হচ্ছে এমন পরিস্থিতি থাকলে যারা এদেশকে নিয়ন্ত্রণে রাখতে চায় এবং দেশকে দখল করতে চায় তাদেরই লাভ হবে।’

তিনি আরো বলেন, ‘ যারাই ক্ষমতায় এসেছেন, তারা ইসলাম ও ইসলামি আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। যার কারণে বাংলাদেশ এখনো একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তার আপন সত্ত্বা নিয়ে বিশ্বের বুকে মর্যাদার আসন অর্জন করতে পারেনি।’

চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূঁইয়া।

এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার নবনির্বাচিত আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া, অধ্যাপক মো: আবুল হোসাইন, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো: শাহাজাহন খান, সদর উপজেলা জামায়াতের আমির মো: নাছির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি যুবাইর ইসলাম আসিফ, চাঁদপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মো: ফারুক হোসাইন ও জেলা ছাত্রশিবির সভাপতি মো: মহররম আলী।

শহীদ পরিবারের পক্ষে বক্তব্য দেন শহীদ সামিউ নুরের বাবা আমানুল্লাহ চৌধুরী, শহীদ সিয়াম সরদারের ভাই শরীফ সরদার ও শহীদ আব্দুল্লার বোন আখি আক্তার।

মতবিনিময় শেষে ১১ জন শহীদ পরিবারের সদস্যদের হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ দু’ লাখ করে টাকা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল