তুলে নেয়া হলো বান্দরবানে পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞা
- বান্দরবান প্রতিনিধি
- ০৬ নভেম্বর ২০২৪, ১৪:০৬, আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১৪:০৮
অবশেষে খুলে দেয়া হলো বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘ এক মাস পর তুলে নেয়া হয়েছে পর্যটকদের ভ্রমণের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা। এখন থেকে পর্যটকরা বান্দরবানের নীলগিরি, নীলাচল, মেঘলাসহ চারটি উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করতে পারবেন।
তবে নিরাপত্তার কারণে সন্ত্রাসপ্রবণ এলাকা রুমা, রোয়াংছড়ি ও থানচির পর্যটন কেন্দ্রগুলোতে এখনো পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব জায়গা থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এ তথ্য জানান।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল হক। এছাড়া নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির নেতারাও উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামে সংঘাতময় পরিস্থিতির কারণে গত ৭ অক্টোবর তিন পার্বত্য জ্বালায় পর্যটকদের ভ্রমণে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এতে লোকসান ও ক্ষতির মুখে পড়েছে বান্দরবানের পর্যটন শিল্প। পরিস্থিতি স্বাভাবিক হলে গত ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর অবশেষে বান্দরবানেও খুলে দেয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। এতে পর্যটকরা যেমন বান্দরবানে বেড়াতে আসছেন অন্যদিকে পর্যটন ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, বান্দরবানে পর্যটকদের আগমন বাড়াতে বড় ধরনের ছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বিভিন্ন সমিতির পক্ষ থেকে। এছাড়াও পর্যটকদের সুযোগ-সুবিধা আগের চাইতে বাড়ানো হবে।
নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আবারো পর্যটন ব্যবসা বান্দরবানে ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা