চট্টগ্রামে এসিডে ঝলসে গেছে ৬ পুলিশসহ ৮ জন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০২৪, ১১:১৪, আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১১:১৫
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার হাজারি গলি এলাকায় সনাতনী ইসকন নিয়ে মন্তব্যের জেরে বিক্ষোভ, ভাঙচুর, ইটপাটকেল ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সনাতন ধর্মাবলম্বীদের একাংশের এই বিক্ষোভ শুরু হয়। গভীর রাত পর্যন্ত পুলিশ ও সেনাসদস্যদের ওপর অতর্কিত এই হামলার ঘটনা ঘটে।
এতে বিক্ষোভকারী, পুলিশ ও সেনাবাহিনীসহ আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। তবে বিক্ষোভকারীদের ঠিক কতজন আহত হয়েছেন তা সঠিক জানা না গেলেও চট্টগ্রাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে অনেকে ভর্তি হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় এসিডদগ্ধ হয়েছে ছয় পুলিশ সদস্য। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপরদিকে পাঁচ সেনাসদস্য গুরুতর আহত হওয়ায় তাদের সিএমএইচে ভর্তি করা হয়েছে। এছাড়া ভেঙে দেয়া হয়েছে সেনাবাহিনীর গাড়ির উইন্ডশিল্ড।
এ বিষয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে পুলিশ।