‘বিশুদ্ধ ইমান আকিদা ছাড়া প্রকৃতপক্ষে মুমিন হওয়া যাবে না’
- গোলাম আজম খান, কক্সবাজার অফিস
- ০৬ নভেম্বর ২০২৪, ১০:০১
সৌদি আরবে দাওয়াহ ও ইসলামীবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান দ্বায়ী ড. আয়েজ বিন মুশাব্বিব আল-ক্বাহতানি (হা:) বলেছেন, ‘আল্লাহ তায়ালার একত্ববাদের প্রতি সঠিক বিশ্বাস রাখা সকলের গুরু ও প্রধান দায়িত্ব। বিশুদ্ধ ইমান আকিদা ছাড়া প্রকৃতপক্ষে মুমিন হওয়া যাবে না।’
মঙ্গলবার জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার এ আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সৌদি বাদশার নির্দেশনায় দাওয়াহ ও ইসলামীবিষয়ক মন্ত্রণালয় ও উভয় দেশের দূতাবাসের তত্ত্বাবধানে এই বিশুদ্ধ ইমান আকিদা-বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে একই দিন দুপুরে তিনি জামিয়ার ক্যাম্পাসে পৌঁছালে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ সালাহুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা লালগালিচার ও ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।
এই সময় প্রধান মেহমান বলেন, ‘আপনারা আমাকে যে ভালোবাসা এবং আতিথিয়েতা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং মুগ্ধ।’
জামিয়াতুল ইমাম মুসলিম রহ: কক্সবাজার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম সভাপতিত্বে অভ্যর্থনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী, বাংলাদেশস্থ সৌদি দূতাবাসের দ্বায়ী ড. মসউদুর রহমান বীন মুখলেসুর রহমান ও ড. শেখ মুজিব সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্যে নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, ‘আমি এই প্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা, আতিথেয়তা ও সংবর্ধনায় আমি মুগ্ধ। আমি নতুন দায়িত্ব নিয়েছি, এলাকায় এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান দেখে সত্যিই আমি অভিভূত। এই প্রতিষ্ঠানের প্রশাসনিক যেকোনো কাজে আমার সহযোগিতা থাকবে।’
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, জামিয়াতুল ইমাম মুসলিম রহ: কক্সবাজার শায়খুল হাদিস আল্লামা আবদুল গফুর নদীম।
অতিথিদের সম্মানে প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম মানপত্র পাঠ করেন। প্রতিষ্ঠাতার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মাদরাসার কতৃপক্ষ জানায়, জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার পথ সুগম করার নিমিত্তে বহির্বিশ্বের নানান বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই বিশ্বের অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপক্ষীয় সনদের সমতা চুক্তি (মুয়াদালা) সম্পন্ন করে। যা জামিয়ার ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য। এরই অংশ হিসেবে সৌদি আরবের মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিশুদ্ধ ইমান আকিদাবিষয়ক এই কর্মশালা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে জেলার স্বনামধন্য ছয়টি মাদরাসার এক শ’ জন শিক্ষক-শিক্ষার্থীর অংশ গ্রহণ করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা