আকস্মিক ঝড়ে লন্ডভন্ড খাগড়াছড়ি
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ০৫ নভেম্বর ২০২৪, ২২:৩৩
খাগড়াছড়িতে আকস্মিক ঝড়ে গাছপালা ভেঙে জেলা প্রশাসকের কার্যালয়সহ ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ঝড়ো বাতাস ও বজ্রসহ শিলা বৃষ্টির খবর পাওয়া যায়।
জানা যায়, ঝড়ো হাওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়ির গ্যারেজে গাছ ভেঙে পড়ে শেড ক্ষতিগ্রস্ত ও একজন আহত হয়েছেন। এছাড়া জেলা প্রশাসকের কক্ষের জানালার কাচ ভেঙে যায় ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, ঝড়ে খুঁটি ভেঙে ও বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলা সদরসহ অধিকাংশ উপজেলা।
খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, ‘গাছের ডালপালা সঞ্চালন লাইনের ওপর পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। লাইন চেকিংয়ের কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সঞ্চালন লাইন চালু করার চেষ্টা চলছে।’
জেলা শহরের বাস টার্মিনাল, অনন্ত মাস্টার পাড়া, অর্পনা চৌধুরী পাড়া, নিউজিল্যান্ড রোড, নারায়ণখাইয়াসহ বিভিন্ন এলাকায় গাছ ভেঙে বসতবাড়ির ক্ষতি হয়েছে। ঝড়ো বাতাসে মহালছড়ি, মাটিরাঙ্গা ও রামগড় উপজেলায়ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, ‘ঝড়ে গাছপালা ভেঙে ক্ষতির খবর পেয়ে একটি ইউনিট বিভিন্ন স্থানে কাজ করছে।’
বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জানান, ‘হতাহত ও ক্ষতির তথ্য সংগ্রহে কাজ চলছে।’