২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘দেশকে নেতৃত্ব দিতে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ প্রয়োজন’

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শামসুল আলম - ছবি : নয়া দিগন্ত

দেশকে নেতৃত্ব দিতে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামসুল আলম। তিনি বলেন, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় তারাই বাংলাদেশকে রক্ষা করতে পারবে। ভবিষ্যতের বাংলাদেশের সম্পদ হবে ওলামায়ে কেরাম।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শামসুল আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের মধ্যে নৈতিকতা আছে। তোমাদের মধ্যে দেশপ্রেম আছে, তোমাদের মধ্যে ডেডিকেশন আছে। তোমরা যদি এগিয়ে আসো, এ ফালাহিয়ার ছাত্ররা যদি এগিয়ে আসে, এখানকার ছাত্রীদেরও দেখলাম সমানতালে এগিয়ে। মেয়েরাও পিছিয়ে থাকবে না। তোমরা যদি ঝাঁপিয়ে পড়ো তাহলে এগিয়ে যেতে পারবা। কি পরিমাণ এগিয়ে যেতে পারবা তা কল্পনাও করতে পারবে না। এক সময় তোমরাই এদেশের নেতৃত্ব দিবে। নিজেদের লিডারশীপ হিসেবে তৈরি কর। নিজেদের অলরাউন্ডার হিসেবে তৈরি কর। তাহলে এগিয়ে যেতে পারবা। সামর্থ্যের সবটুকু দিয়ে দেশকে নৈতিকতা, উন্নয়ন ও সমৃদ্ধ করতে এগিয়ে আসতে হবে।’

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি ফারুক আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. শাহজাহান আল মাদানী, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. আবু ইউছুপ খাঁন।

মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক ও সিনিয়র শিক্ষক আবু বক্কর ছিদ্দিকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আইয়ুব, মাদরাসার গভর্নিং বডির সাবেক সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, বর্তমান সহ-সভাপতি এ কে এম শামসুদ্দিন, আঞ্জুমানে ফালাহিয়া ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ, মাদরাসার মুফতি আবদুল হান্নান, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মোহাম্মদ শাহদাত হোসেন, সংবর্ধিত সাবেক শিক্ষক আবদুল গোফরান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে আরবিতে বক্তব্য উপস্থাপন করেন ফাজিল প্রথম বর্ষের মোহাম্মদ সায়েম, ইংরেজিতে বক্তব্য উপস্থাপন করেন মুহাইমিনুল ইসলাম। স্বরচিত কবিতা পাঠ করেন আলিম প্রথম বর্ষের সুমাইয়া তাবাসসুম।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, সিরাত প্রতিযোগিতা, মেধা, সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১৫ শতাধিক শিক্ষার্থী এবং চারজন বিদায়ী শিক্ষক ও চারজন বিদায়ী কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয়।


আরো সংবাদ



premium cement