২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বুড়িচংয়ে ডাকাতির নাটক সাজিয়ে প্রতিবন্ধী ভাতিজাকে হত্যা

- ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন ভাতিজা শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলামকে (৩৮) শ্বাসরোধে হত্যার পর ডাকাতির নাটক সাজানোর অভিযোগ উঠেছে চাচা মফিজুল ইসলামের বিরুদ্ধে।

সোমবার (৪ নভেম্বর) কুমিল্লা আদালতে হত্যার ঘটনার বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মফিজুল ইসলাম।

রফিকুল উপজেলার আবিদপুর উত্তরপাড়ার পাটোয়ারী বাড়ির হাবু মিয়ার ছেলে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, ‘মফিজুল ইসলামই রফিকুলের মৃত্যু নিয়ে ডাকাতির ঘটনা প্রচার করেন। সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি বলেন, প্রতিবেশীর সাথে টাকা নিয়ে বিরোধ চলছিল। তাকে ফাঁসাতেই ডাকাতির নাটক সাজানো হয়। মফিজুল বলেন, ছাগল বাঁধার দড়ি দিয়ে শ্বাসরোধ করে রফিকুলকে হত্যার পর লাশ বেগুন ক্ষেতে ফেলে আসা হয়।’

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম জানান, ‘পাশের বাড়ির আবুল খায়ের ও তার স্ত্রী শাহনাজ বেগমের সাথে মফিজুলের টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল। প্রতিপক্ষ আবুল খায়েরকে ফাঁসানোর জন্য মফিজুল ইসলাম তার ভাতিজা রফিকুলকে হত্যা করে ডাকাতির নাটক সাজান। বিষয়টি পুলিশের সন্দেহ হলে চাচা মফিজুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। আদালতে স্বীকারোক্তি দেয়ার পর মফিজুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement