২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘দীর্ঘ জুলুম-নির্যাতনের পর নতুনভাবে এগিয়ে যেতে হবে’

সভাপতির বক্তব্যে মাওলানা এ টি এম মাছুম - ছবি : নয়া দিগন্ত

দেশের নতুন পরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘ জুলুম-নির্যাতনের পর নতুনভাবে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম। তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আদর্শিক রাজনৈতিক দল। সারাদেশে জামায়াতে ইসলামীকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে সারাদেশে মহানগর, জেলা পর্যায়ে নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশ ও জাতির জন্য বৃহৎ পরিসরে কাজ করতে হবে।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর ফেনী জেলা শাখার নবনির্বাচিত আমির মুফতি আবদুল হান্নানের শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ টি এম মাছুম বলেন, ‘জামায়াতে ইসলামীর রুকন ভাই-বোনদের ভোটে নির্বাচিত সারা দেশের আমিরদের নাম আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন। তিনি নিজেও শপথ পাঠ করাচ্ছেন। তার মনোনীতি প্রতিনিধিরাও শপথ বাক্য পাঠ করাচ্ছেন। পরিবর্তিত ও নতুন পরিস্থিতিতে আমিরে জামায়াত সিদ্ধান্ত দিয়েছেন মহানগর ও জেলায় জেলায় গিয়ে শপথ করাবেন।’

তিনি বলেন, ‘সংগঠনকে জীবনের যেকোনো ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে গুরুত্ব দিতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় নিজেকে আত্মনিয়োগ রাখতে হবে। নবী-রাসুলরাও শপথ করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। জীবন ও সমাজ আলোকিত করতে নিজেদের প্রতীজ্ঞা রক্ষা করতে হবে। যেকোনো মূল্যে অসহায় মানুষের কল্যাণে কাজ করতে হবে। আল্লাহর দ্বীনের দায়িত্ব পালনে প্রাণপণ চেষ্টা করতে হবে।’

এ সময় বক্তব্য রাখেন সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সদ্য সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দীন, কুমিল্লা অঞ্চল টিম সদস্য নজরুল ইসলাম খাদেম ও মাওলানা আলাউদ্দিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement