নৌ-ডাকাত বাবলা হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদ স্থানীয়দের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ নভেম্বর ২০২৪, ১৮:৪৮
মতলবের কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলার হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী, শিক্ষাক ও শিক্ষার্থীরা।
সোমবার (৪ নভেম্বর) সকালে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার কালীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। সেখানে সজিব আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী খুকু, বশিরুল হক বাচ্চু মিয়াজী, শিক্ষক দুলাল হোসেন, মাহমুদা আক্তার, শওকত হোসেন, জুয়েল ঢালী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত পদ্মা-মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড, তেলবাহী জাহাজ, যাত্রীবাহী লঞ্চ ও স্টিমারে হামলা চালিয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং অবৈধ বালু উত্তোলনসহ সবকিছুই বাবলা নিয়ন্ত্রণ করতেন। গত ২২ অক্টোবর মেঘনা নদীর তীরবর্তী মল্লিকের চর গ্রামের বালু উত্তোলনের টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে নিজ গ্রুপের সংঘর্ষে বাবলা নিহত হয়। ওই হত্যা মামলায় একটি মহল স্বার্থ হাসিলের উদ্দেশে স্থানীয় ইউপি সদস্য ও কালীপুর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য জসিম উদ্দিনকে আসামি করে।
এ সময় মামলা থেকে জসিম উদ্দিনকে অব্যাহতি দেয়ার দাবি জানান।