মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে ঢোকার সময় রোহিঙ্গা যুবক আটক
- কক্সবাজার অফিস
- ০৪ নভেম্বর ২০২৪, ১৫:৫২
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আসা এক রোহিঙ্গা যুবককে একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলিসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মহিউদ্দীন আহমেদ।
আটক যুবকের নাম মো: আলম (২৯)। তিনি উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুর রহমানের ছেলে।
বিজিবি কর্মকর্তা মো: মহিউদ্দীন আহমেদ জানান, রোববার রাতে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের একটি দল জিমংখালী এলাকা নিয়মিত টহল পরিচালনা করছিলাম। এ সময় এক ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তারা। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহল দলের সদস্যরা তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি ডাকাত দলের সদস্য। বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ি-ঘরে ডাকাতি করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা