২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাঙ্গলকোটে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শামীমকে সেনাবাহিনীর ঘর হস্তান্তর

আহত শামীমকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর হস্তান্তর - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শামীম হোসেনকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর হস্তান্তর করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের মেরকোট গ্রামে শামীমের বাড়িতে ঘর হস্তান্তর করা হয়।

শামীম মেরকোট গ্রামের মরহুম ইব্রাহিম খলিলউল্লাহর ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের হাতে গুলিবিদ্ধ বাইকচালক শামীম হোসেনকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশনায় নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাস ৪৪ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার এএফডব্লউসি, পিএসসি, সেনাবাহিনী লাকসাম ক্যাম্প-৫ সিগন্যাল ব্যাটালিয়ন লেফট্যানেন্ট কর্নেল খবির হোসেন, মেজর গোলাম শাহাদাত, নাঙ্গলকোট সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত , নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা প্রমুখ।

জানা গেছে, গত ১৯ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রামপুরা টিভি ভবন এলাকায় মিছিলে (রাইড শেয়ারিং) বাইকচালক শামীম হোসেন পুলিশের গুলিতে ডান হাতে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ শামীম ঢাকা হৃদরোগ ইন্সস্টিটিউট ও পঙ্গু হাসপাতাল হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই সময় সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ছাত্র আন্দোলনে আহতদের পরিদর্শনে গেলে শামীম হোসেন বন্যায় তার ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সেনাবাহিনী প্রধানকে জানান এবং সহায়তার জন্য অনুরোধ করেন। ওই সময় সেনাবাহিনী প্রধান শামীম হোসেনকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ঘর তৈরী করে দেয়ার আশ্বাস দেন।

পরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের অনুমোদনক্রমে কুমিল্লা সেনাবাহিনীর জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লার নির্দেশনায় সেনাবাহিনীর অর্থায়নে ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনে নাঙ্গলকোট সেনাক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় শামীম হোসেনকে রান্নাঘর ও টয়লেটসহ তিন কক্ষের একটি টিনের ঘর তৈরী করে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না : শিবির সেক্রেটারি রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি : সেই তৌহিদ গ্রেফতার বিয়ের ৪ দিন পর লাশ হলেন নববধূ

সকল