সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার খোকন
- সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা
- ০২ নভেম্বর ২০২৪, ১৭:৩১
সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, দেশের সংস্কার কাজ ধীরগতিতে চলছে, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে সোনাইমুড়ীর আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রী কলেজের এক্স-স্টুডেন্ট ফোরামের উদ্যোগে বন্যার্তদের টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘ছাত্রদের আন্দোলনের সাথে ছিল দেশের কোটি মানুষ, তাদের আন্দোলন সফল হয়েছে, এবার ছাত্রদেরকে পড়ালেখায় মনোযোগী হয়ে নিজেদের জীবন গড়তে হবে।’
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান সমন্বয়কারী ও উদ্যোক্তা মো: লোকমান হোসেন।
অনুষ্ঠানে দেলোয়ার হোসেন পিন্টু, মাইন উদ্দিন মায়া ও শেখ মানিকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সদস্য মো: আনোয়ার হোসেন, কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন, সাবেক অধ্যাপক আলাউদ্দিন চৌধুরী ও মাহফুজুর রহমান মানু।
বিশেষ বক্তা ছিলেন শহীদ তৌহিদ স্মৃতি সংসদ ইউএসএ-এর সভাপতি আহসান উল্ল্যা মামুন, ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন রাজু, গুলশান আর এ ট্রেডার্সের স্বত্বাধিকারী হানিফ আহমেদ দোলন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সম্মানিত ব্যক্তিরা।