২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘কোনো চোরদের হাতে এদেশ ছেড়ে দেয়া হবে না’

মিরসরাইয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

কোনো চোরদের হাতে এদেশ ছেড়ে দেয়া হবে না বলে মন্তব্য করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশে একদল আদর্শ মানুষ তৈরি করা চায়। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সত্যের পক্ষে থাকবে আপসহীন।’

শুক্রবার (১ নভেম্বর) সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বারৈয়ারহাট খান সিটি সেন্টারে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোরারগঞ্জ থানা শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা খায়রুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী।

এ সময় সমাবেশে বক্তারা আরো বলেন, ‘শ্রমিকদের মুক্তির জন্য ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন প্রয়োজন। বাংলাদেশে ইসলামী শ্রমনীতির এই স্বতন্ত্রধারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাত ধরে সূচনা হয়েছে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ইউসুফ বিন আবু বকর, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, চট্টগ্রাম উত্তর জেলা নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি আজিজ আহম্মদ, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, জোরারগঞ্জ থানা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল গফুর, হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুর নবী, জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি রেদোয়ানুল হক, জোরারগঞ্জ থানা পেশাজীবী সেক্রেটারি নুরুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক মাসুদ করিম, হিঙ্গুলী ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন, করেরহাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা জিহাদী, জোরারগঞ্জ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাফর উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মনজুরুল আলম সুমন, বায়তুল মাল সম্পাদক মাঈন উদ্দিন রুবেল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না : শিবির সেক্রেটারি রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি : সেই তৌহিদ গ্রেফতার বিয়ের ৪ দিন পর লাশ হলেন নববধূ

সকল