২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাবেক মন্ত্রী মোকতাদিরের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ-সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

একাধিক হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ শুক্রবার দুপুরে পৌর শহরের কাচারিপাড় এলাকার মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি টি এ রোড, মাদরাসা মোড়, সদর হাসপাতাল রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ কাসেমী, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো: আলী আজম, খালিদ সাইফুল্লাহ সিরাজী, মো: তারেক ইয়ামিন, রহমত উল্লাহ কাসেমী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে অশান্তি কায়েম করেছিলেন। বিশেষ করে ২০১৬ ও ২০২১ সালে তার নির্দেশে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক প্রধান মাদরাসা জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদরাসায় হামলাসহ নির্বিচারে ছাত্রদের হত্যা করে।’

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীসহ তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, মোকতাদির চৌধুরীর গ্রেফতারের সংবাদে রাতেই শহরের কান্দিপাড়ায় অবস্থিত জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেন ও সকালে তার নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।


আরো সংবাদ



premium cement