সাংবাদিকরা ফ্যাসিবাদের যাঁতাকলে নিষ্পেষিত হয়েছে : কাদের গনি চৌধুরী
- গোলাম আজম খান, কক্সবাজার অফিস
- ০১ নভেম্বর ২০২৪, ১৫:২৫, আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১৬:১২
সাংবাদিকরা ফ্যাসিবাদের যাঁতাকলে নিষ্পেষিত হয়েছে বলে মন্তব্য করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকরা দলদাসে পরিণত হওয়ার সুবাদে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছে।’
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকদের ঐকবদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। গত ১৭ বছর দেশের সাংবাদিকদের একটা অংশ ফ্যাসিবাদের যাঁতাকলে নিষ্পেষিত হয়েছে। সাদাকে সাদা বলা যায়নি। এখন দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ফিরিয়ে আনতে এ সুযোগ কাজে লাগাতে হবে।’
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময় সাংবাদিক শাগর-রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১১২ বার পেছানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এর বিচার হবে বলে তিনি আশা করেন। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী কালাকানুনগুলো বাতিলের উদ্যোগ নেয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জি এম আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা