৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

জাতীয় পতাকার অবমাননা : চট্টগ্রামে ইসকনের ২ যুবক গ্রেফতার

জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চট্টগ্রামে ইসকনের ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ - ছবি : ইউএনবি

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকাকে অবমাননা করায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন নগরীর মোহরা এলাকার বাসিন্দা ফিরোজ খান।

ইসকনের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বুধবার রাতে নগরী সদরঘাট এলাকা থেকে রাজেশ চৌধুরী (১৮) ও হৃদয় দাশ (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।

চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো: তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে অবমাননা করার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২৫ অক্টোবর শুক্রবার নগরীর লালদীঘির মাঠে সংখ্যালঘু সম্প্রদায়ের সমাবেশ চলাকালে নিউমার্কেটের গোল চত্বরে একটি বাঁশ দিয়ে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়। এরপর ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সামালোচনা হয়।

জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ বলা আছে, বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না। নিউমার্কেটের স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিধিমালা লঙ্ঘন করা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement