৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

দেশ নিয়ে ষড়যন্ত্র এদেশের ছাত্র-জনতা রুখে দেবে : এ টি এম মাসুম

দেশ নিয়ে ষড়যন্ত্র এদেশের ছাত্র-জনতা রুখে দেবে : এ টি এম মাসুম - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, দেশের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র-জনতা সকল ষড়যন্ত্র রুখে দেবে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে সীরাতুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা দ্বিতীয়বার এ দেশকে স্বাধীন করেছি। আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদেরকে আরো একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সকল প্রকার জুলুম, চাঁদাবাজমুক্ত একটি সমাজ এবং ধর্ম-বর্ণ, সাদা-কালো, ধনী-গরিব সকল পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজান, উত্তর জেলা আমির আবদুল মতিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমদ, সৌদী প্রবাসী মাওলানা আজাদ সোবহানী।

কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, আদর্শ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমির দেলোয়ার হোসেন সবুজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহাদাত হোসাইন।


আরো সংবাদ



premium cement
‘বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে হলে ২৮ অক্টোবরের বিচারের মাধ্যমে সংস্কার শুরু করতে হবে’ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন স্পেনে আকস্মিক বন্যায় অন্তত ৬২ জনের মৃত্যু রিমান্ড শেষে সাবেক এমপি একরামুল কারাগারে ‘সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে’ নবায়নযোগ্য জ্বালানিতে ১০ বছরের কর ছাড় দিচ্ছে সরকার রেকর্ড সংখ্যক নতুন যক্ষ্মা রোগী শনাক্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা তালায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২ দিনাজপুরে নারীসহ ৪ ছিনতাইকারী আটক ভাঙ্গায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

সকল