ফেনী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেত্রীকে স্থায়ী বহিষ্কার
- ফেনী অফিস
- ৩০ অক্টোবর ২০২৪, ১৮:৩৯
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অন্যায়মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় ফেনী বিশ্ববিদ্যালয়র শিক্ষা কার্যক্রম থেকে সাদিয়া সুলতানা রাত্রিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়র ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহআলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
রাত্রি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও ফেনী বিশ্ববিদ্যালয়র আইন বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিল।
বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, ‘জুলাই-২০২৪-এ সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেনী বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির তদন্তে স্বৈরাচারের দোসর হিসেবে দীর্ঘদিন ধরে অন্যায়মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং তার নির্দেশে স্বৈরাচারি সরকারের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। পরে তদন্ত কমিটির সুপারিশ এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়র শিক্ষা কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’