২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত

নিহত এক ইউপিডিএফকর্মী - ছবি : নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন পানছড়ির লতিবান ইউনিয়নের চন্দ্রনাথ পাড়ার মৃত নন্দ মনি চাকমার ছেলে মন্যা চাকমা (সিজন), খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের নতুন বাগান প্রকল্প এলাকার কানচরন ত্রিপুরার ছেলে খরকসেন ত্রিপুরা (শাসন) ৩৫ ও একই এলাকার মৃত আলো রঞ্জন চাকমার ছেলে পরান্টু চাকমা (জয়েন)।

বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম।

তিনি বলেন, ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে যেতে সময় লাগবে।

এদিকে তিন কর্মীকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনীকে দায়ী করে নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement