১০ নভেম্বরের মধ্যে তুলে নেয়া হচ্ছে বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা
- বান্দরবান প্রতিনিধি
- ৩০ অক্টোবর ২০২৪, ১৪:২৪, আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৩৯
চট্টগ্রামের পার্বত্য জেলা বান্দরবানে আগামী সপ্তাহে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। আগামী ১ নভেম্বর রাঙ্গামাটি ও ৫ নভেম্বর খাগড়াছড়ি এবং ১০ নভেম্বরের মধ্যে বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক।
বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ তথ্য জানান।
সভায় পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাউছারসহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রথম দিকে সীমিত আকারে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরা যাতায়াত করতে পারবেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের জন্য পুরো বান্দরবান জেলা খুলে দেয়া হবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দিয়ে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিনটি জেলায় ‘পর্যটক ভ্রমণে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়। পাহাড়ে সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে।
তারা জানিয়েছেন, দীর্ঘ এক মাস ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। সেইসাথে বান্দরবানে বেশ কিছু হোটেল রিসোর্ট লোকসানের মুখে পড়ে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে গত সোমবার হোটেল-মোটেল ব্যবসায়ীরা জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত আবেদন করেন।
এদিকে, বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে সকালে যানবাহন ও হোটেল মোটেল রিসোর্টের শ্রমিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে।