৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`
চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০৮ মিলিয়ন কেজি

নয় মাসে উৎপাদন ছাড়ালো ৬২ মিলিয়ন মিলিয়ন কেজি

চট্টগ্রামের বাঁশখালী চাঁদপুর বেলগাঁও চা বাগানে পাতা সংগ্রহ করছেন শ্রমিকরা - ছবি : নয়া দিগন্ত

চলতি বছর বৈরী আবহাওয়া কাটিয়েও সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশে ৬১ দশমিক ৭৫ মিলিয়ন কেজি চা উৎপাদন ছাড়ালো।

চলতি মৌসুমে (২০২৪) চট্টগ্রামের ২২টি চা বাগানসহ দেশের ১৬৮টি চা বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০৮ মিলিয়ন কেজি।

মঙ্গলবার বিকেলে যোগাযোগ করা হলে বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মদ মিজানুর রহমান নয়া দিগন্তকে বলেন, বৈরী আবহাওয়া কাটিও গত নয় মাসে ৬১ দশমিক ৭৫ মিলিয়ন কেজি চা উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে গত বছর (২০২৩) মৌসুমের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে উৎপাদন হয়েছিল ৬৭ দশমিক ৯৭ মিলিয়ন কেজি অন্যদিকে সেপ্টেম্বর মাসে উৎপাদন হয়েছিল ১৪ দশমিক ২৮ মিলিয়ন কেজি।

এদিকে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী বেলগাঁও চা বাগানসহ চট্টগ্রামের ২২টি চা বাগানে গত নয় মাসে চা উৎপাদন হয়েছে ৭ দশমিক ৮৩ মিলিয়ন কেজি। এর মধ্যে সেপ্টেম্বরে উৎপাদন হয়েছে এক দশমিক ৪১ মিলিয়ন কেজি। অন্যদিকে গত বছর (২০২৩) মৌসুমে নয় মাসে উৎপাদন হয়েছিল ছয় দশমিক ৯৬ মিলিয়ন কেজি। ওই হিসেবে চলতি মৌসুম চট্টগ্রামের ২২টি বাগানে এক প্রায় ১ মিলিয়ন কেজি চা উৎপাদন বেশি হয়েছে।

গতকাল বিকেলে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন চট্টগ্রামের চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার দৈনিক নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মৌসুমে চট্টগ্রামে আরো চা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

একই দিন আবারো বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক নয়া দিগন্তকে বলেন, বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও চলতি মৌসুমে চা উৎপাদন এগিয়ে যাচ্ছে। বর্তমানে যেভাবে চা উৎপাদন হচ্ছে। আবহাওয়া ভালো থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।


আরো সংবাদ



premium cement