২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাঙামাটি ও খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, বান্দরবানে বহাল

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সীমান্তে পাহাড়ের চূড়া - ছবি : নয়া দিগন্ত

পর্যটকদের ভ্রমণের ওপর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হলেও বান্দরবানে এখনো বহাল আছে।

পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি ও ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি খুলে দেয়া হচ্ছে।

বান্দরবানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না নেয়া হলেও খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সূত্রে জানা গেছে। আগামীকাল বুধবার এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জানা যায়, গত ৭ অক্টোবর বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দিয়ে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ তিনটি জেলায় ‘পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত’ করার কথা বলা হয়। যদিও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন নিরুৎসাহিত নয় বরং নিষেধাজ্ঞা ছিল। কি বিষয়ে এ নিষেধাজ্ঞা ছিল এ বিষয়ে প্রশাসন থেকে স্পষ্ট কিছু জানানো না হলেও ধারণা করা হয় পাহাড়ে ধর্মীয় উৎসব চলাকালীন সময়ে নিরাপত্তাজনিত কারণে প্রশাসন থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

তবে বান্দরবানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হওয়ায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে সোমবার পর্যটন ব্যবসায়ীরা জেলা প্রশাসককে একটি লিখিত আবেদনও করেন।

সন্ত্রাসী তৎপরতা ও অভিযানের কারণে প্রায় দু’ বছর থেকে বান্দরবানে পর্যটন ব্যবসায় স্থবিরতা চলছে। লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে অনেক হোটেল রিসোর্ট। নিষেধাজ্ঞা তুলে নেয়া না হলে অন্য রিসোর্ট হোটেলগুলোও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় ও সীমিত আকারে হলেও বান্দরবানে পর্যটকদের ভ্রমণে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।


আরো সংবাদ



premium cement
ববিতে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কপ-২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসি’র ‘ওয়াকআউট’ আলোচনায় 'না' ভোট এবং 'ভোট রিকল' হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি

সকল