২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লক্ষ্মীপুরে ২টি পিস্তলসহ যুবক আটক

- ছবি : বাসস

লক্ষ্মীপুরের সদর উপজেলায় দুটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল হোসেন নামে এক যুবককে আটক করেছে ছাত্র জনতা। পরে সেনা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

সোমবার রাত ১১টার দিকে টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা তাকে আটক করা হয়।

সোহেল হোসেন স্থানীয় বাসিন্দা মো: হারুনুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন, আলমগীর হোসেন ও সোহেল হোসেন অটোরিকশায় এসে একই এলাকার প্রতিবেশী তারেক হোসেনকে হুমকি ধামকি দিয়ে গুলি করার ভয় দেখায়। এ সময় তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এ সময় আরিফ হোসেন ও আলমগীর হোসেন অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল হোসেন ধরা পড়ে। তার কাছ থেকে একটি রিভলবার ও নাইন এম এম নামে দুটি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে অস্ত্রধারী যুবক সোহেল হোসেনকে আটক করে। এ সময় তার কাছে থাকা অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার কিংবা কিভাবে এখানে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তাকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। এছাড়া পালিয়ে যাওয়া দুইজনকে গ্রেফতারের অভিযান চলছে।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি চলতি সপ্তাহে হবে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি! ববিতে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কপ-২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসি’র ‘ওয়াকআউট’ আলোচনায় 'না' ভোট এবং 'ভোট রিকল' হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার

সকল