আ’লীগের লগি-বৈঠার তাণ্ডব : বান্দরবানে জামায়াতের বিক্ষোভ
- বান্দরবান প্রতিনিধি
- ২৮ অক্টোবর ২০২৪, ১৬:৪৬
আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে জড়িতদের বিচার ও গ্রেফতারের দাবিতে পার্বত্য জেলা বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এতে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সোমবার বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জেলা জামায়াত আমির মাওলানা আবদুচ ছালাম আজাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করা হয়। পরে শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে এক বিশাল গণজামায়াত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আবদুচ ছালাম আজাদ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, জেলা তরবিয়ত সেক্রেটারি অধ্যাপক হামেদ হাসান প্রমুখ।
এছাড়া সমাবেশে জেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে লগি-বৈঠা দ্বারা জামায়াত ইসলামী ও বিরোধী দলকে হিংসাত্মকভাবে দমন করা হয়। সেই তাণ্ডব এখনো ভুলতে পারেননি নেতাকর্মীরা।’
অবিলম্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা