মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৮ অক্টোবর ২০২৪, ১৫:৫২
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার বারইয়ারহাট পৌর সদরের মাছ বাজার এলাকার আপলাইনে (ঢাকামুখী) এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলওয়ে চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, ‘সোমবার সকাল ১০টায় বারইয়ারহাট মাছ-বাজার সংলগ্ন স্থানে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ওই সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন চলাচল করে। তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয়।’
তিনি আরো জানান, বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।
চট্টগ্রাম রেলওয়ের সীতাকুণ্ড থানা পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা