মিরসরাইয়ে সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফের গ্রেফতারে বিএনপির আনন্দ মিছিল
- মিরসরাই ( চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৭ অক্টোবর ২০২৪, ২৩:০০
মিরসরাইয়ে সাবেক গণপূর্তমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি।
রোববার (২৭ অক্টোবর) ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঢাকার (বসুন্ধরার) নিজ বাসা থেকে গ্রেফতার হওয়ার খবরে আনন্দ মিছিল করা হয়।
জানা গেছে, মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন ও দু’পৌরসভায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেদুয়ানুল হক, আলমগীর হোসেন, মো. জসীম উদ্দিন, এবাদ হোসেন ননাই, সুমন শর্মা, মো: নওশা মিয়া, মোহাম্মদ সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, ছাত্রদলের আহ্বায়ক ইনজামামুল হক ইমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুহিন, সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ, ফরিদুল ইসলাম ফরিদ, নাজিম উদ্দিন, সাইদুল ইসলাম, ফারহান, রিফাত হোসেন প্রমুখ।
এদিকে বারৈয়ারহাটেও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি সদস্যসচিব রফিকুল ইসলাম ভূইয়া, উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু, বারৈয়ারহাট পৌর যুবদলের আহ্বায়ক নুরুল আবছার, সদস্যসচিব ফয়েজ উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম, সদস্যসচিব নুর নবী, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোমিনুল ইসলাম, বারৈয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন, সদস্যসচিব মোহন দে, বারৈয়ারহাট পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফিরোজ ভূঁইয়া, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন সোহান, সদস্যসচিব আবদুল্লাহ আল জুবায়ের।
মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের নেতৃত্বে বড়তাকিয়ায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে মোশাররফ হোসেন গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার খবরে করেরহাট, জোরারগঞ্জ, ইছাখালী ইউনিয়নে বিএনপি আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলে শেষে মিরসরাই পৌর বিএনপির সদস্যসচিব জাহিদ হুসাইন জানান, ‘মিরসরাইতে ত্রাসের রাজ্য সৃষ্টি করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে বিভিন্ন মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা তাকে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবিও জানান।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা