২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

‘আগামীতে নয়া দিগন্তের পথচলা সুন্দর হোক’

নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান - ছবি : নয়া দিগন্ত

‘আগামীতে নয়া দিগন্তের পথচলা সুন্দর হোক’ মন্তব্য করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেজিস্টার মো: মজিবুর রহমান মজুমদার বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে নয়া দিগন্ত অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি বলেন, অনেক প্রতিকূলতা মাড়িয়ে আজকে নয়া দিগন্ত এ অবস্থানে এসেছে।

আজ রোববার বিকেলে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মজুমদার বলেন, ‘গত ১৬ বছর আমাদের বাকস্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল। এ দীর্ঘ সময় নয়া দিগন্তের সাহসী ভূমিকাকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

নয়া দিগন্ত কুমিল্লা জেলা প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এমদাদুল হক মামুন, গোমতী হাসপাতালের সিইও ডা. মুজিবুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সেক্রেটারি দৈনিক জাহিদ হাসান।

এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা অজিতগুহ কলেজের অধ্যক্ষ মো: শরিফুল ইসলাম, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দীন লিটন, কুমিল্লা মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, আমাদের কুমিল্লা ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাদা এমরান, ইনকিলাব প্রতিনিধি সাদিক মামুন, এখন টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, কালের কণ্ঠ প্রতিনিধি আবদুর রহমান, এনটিভি কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সময় টিভি প্রতিনিধি বাহার রায়হান, এসএ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, বাসস কুমিল্লা উত্তর প্রতিনিধি মহসীন কবির, কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি হাছান আহমেদ, নয়া দিগন্তের দাউদকান্দি সংবাদদাতা হানিফ খাঁন, নাঙ্গলকোট সংবাদাতা সাইফুল ইসলাম, বুড়িচং সংবাদদাতা খোরশেদ আলম, দেবিদ্বার সংবাদদাতা ফখরুল ইসলাম সাগর, আকাশ টিভির মহিউদ্দীন, সাংবাদিক ফাহিম মুন্তাসির, বাংলা ট্রিবিউনের আবদুল্লাহ আল মারুফ, ময়নামতি সাংস্কৃতিক সংসদের পরিচালক জিয়াউর রহমান প্রমুখ।

এ সময় কুমিল্লার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement