২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ছগির আহমেদ রেন্টু (৫৫) ও তার স্ত্রী শাহানাজ আক্তার শানুর (৪৫) মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিয়ম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ছগির আহমেদ রেন্টু মরহুম মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, সগির আহমেদ সকাল ১১টার দিকে নিজ বাড়িতে তার অটোরিকশার ব্যাটারি চার্জ করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে স্ত্রী শাহানাজ আক্তার এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, ‘অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রথমে সগির আহমেদ ও পরে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী শাহানাজ বেগম শানুর মৃত্যু হয়।’


আরো সংবাদ



premium cement