দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে : শাহজাহান চৌধুরী
- চট্টগ্রাম ব্যুরো
- ২৬ অক্টোবর ২০২৪, ২০:০৮
দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত দেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। বিগত সময়ে সরকার দেশে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রকৌশলী তৈরী করতে পিছিয়ে থাকার কারণে দেশে উন্নয়নের জায়গাগুলোতে দুর্নীতি হয়েছে।’
শনিবার (২৬ অক্টোবর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) চট্টগ্রাম মহানগরীর আয়োজনে প্রকৌশলী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘দুর্নীতি, অর্থপাচার, গুম, খুন, হত্যা ও অনৈতিক কর্মকাণ্ডে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা জড়িয়ে পড়েছে। দুর্নীতি ও অর্থপাচার কল্পনাতীত যা পৃথিবীর ইতিহাসের আর কোনো দেশে হয়নি।’
তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদের চকিদার হতে শুরু করে সচিবালয়ে সচিব পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। রাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যায়ে দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে পিছিয়ে আছি। এ থেকে উত্তরণের একমাত্র পথ হল সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রকৌশলী তৈরী করা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা দেশে সৎ মানুষ তৈরী করতে না পারলে পিছিয়ে থাকবো। শিক্ষক, লেখক, ইঞ্জিনিয়ার, গবেষক ও সমাজের সকল ক্ষেত্রে যোগ্য লোক তৈরী করতে হবে।’
ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন, ‘আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করলে আমাদের রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ইতিবাচক পরিবর্তন আসবে। নৈতিকতা ও সততার সাথে কাজ করলে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব।’
এফডিইবি চট্টগ্রাম মহানগরীর সভাপতি প্রকৌশলী রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি প্রকৌশলী নুরুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইডিইবির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো: আবদুল বাতেন, প্রকৌশলী মিজানুর রহমান, সাবেক মহানগর সেক্রেটারি প্রকৌশলী মাহাবুবুল হাসান রুমি, সাবেক সভাপতি প্রকৌশলী আবুল কালাম, মহানগরীর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ইয়াছিন আহম্মেদ, প্রকৌশলী মিজবাহ উদ্দীন, প্রকৌশলী কে এম ঈসহাক, প্রকৌশলী মাইনুদ্দীন হাসান জীবন, প্রকৌশলী হাবিবুল্লাহ, ইউনুস ইবনে ফরিদ, সোহেল হোসাইন, শওকত আলী, আরাফাতুজ্জামান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা