২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আখাউড়ায় পৌনে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

আখাউড়ায় পৌনে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর-৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর-৬০ বিজিবি আখাউড়া বাউতলা সীমান্তে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় অবৈধ পাঁচ হাজার ২৬০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধার করা মোবাইল ডিসপ্লের বাজার মূল্য আনুমানিক দু’কোটি ৬৩ লাখ টাকা।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবির চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement