নাইক্ষ্যংছড়ির সীমান্ত থেকে আবারো ভেসে আসছে গোলাগুলির শব্দ
- নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
- ২৬ অক্টোবর ২০২৪, ১৫:২৫, আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১৫:২৭
মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অংশে আবারো গোলাগুলির প্রকট শব্দ ভেসে আসে।
শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪৬ নম্বর সীমান্ত পিলার মিয়ানমারের অভ্যন্তরে জিরো লাইন থেকে তিন থেকে চার রাউন্ড তীব্র শব্দে কেঁপে ওঠে সীমান্তের ওই এলাকা। তবে কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।
জামছড়ির মরহুম শাহ আলমের ছেলে জাফর আলম এবং একই এলাকার মোখতার আহমদের ছেলে শাহ আলম বলেন, ‘আজ সকাল ১১টা ৪৫ মিনিটের সময় থেমে থেমে তিন থেকে চার রাউন্ড গোলাগুলির শব্দ শুনতে পাই। তবে কোনো ধরনের হতাহত হয়েছে কি না জানি না।’
নাইক্ষ্যংছড়ি এলাকার মাস্টার শুক্কুর আহমদ ও ইমাম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, মিয়ানমার অভ্যন্তরে ওই দেশের জান্তা সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহী আরকান আর্মির চলমান তীব্র সংঘর্ষে এই গোলাগুলি হচ্ছে।
উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তের গোলাগুলি হলেও এপারে বাংলাদেশের মানুষজন সুরক্ষিত ও নিরাপদে আছে বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা