ব্যক্তিগত বিরোধের জেরে কাউখালিতে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৩
- কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা
- ২৫ অক্টোবর ২০২৪, ২৩:৩৫
রাঙ্গামাটির কাউখালীতে ব্যক্তিগত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টায় উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবনিয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম সোহাগ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকার সফি ড্রাইভারের ছেলে মো: সৌরভ ড্রাইভার গাড়ি নিয়ে তারাবনিয়া এলাকায় এলে কাউখালীর সীমান্তবর্তী রাঙ্গুনিয়ার জঙ্গল বগাবিলী এলাকার সামছুদ্দিনের ছেলে ইকবাল, মাইনুদ্দিন, ফারুক ও সাহাব উদ্দিন সৌরভকে আটক করে মারধরের পর বেঁধে রাখে।
খবর পেয়ে ছেলেকে বাঁচাতে বেতবুনিয়ার ডাকবাংলো এলাকা থেকে সৌরভের বাবা সফি ড্রাইভার তার ছেলে মো: জাহেদুল ইসলাম ও নুর মোহাম্মদ তারাবনিয়ায় এলে ইকবাল, মাইনুদ্দিন, ফারুক ও সাহাব উদ্দিন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে জাহেদুল ইসলাম, সৌরভ ও নূর মোহাম্মদ গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত নুর মোহাম্মদ ও জাহেদুল ইসলামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আহত নুর মোহাম্মদ বেতবুনিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং জাহেদ বেতবুনিয়া ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সদস্য।
উপজেলা বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন জানান, আহতরা বিএনপির রাজনীতির সাথে জড়িত হলেও এটি দলীয় কোনো বিষয় না। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ ঘটনার সূত্রপাত।
ঘটনার খবর পেয়ে কাউখালী ক্যাম্পের সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা