২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬
`

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওয়াসিমের শোকসভা

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওয়াসিমের শোকসভা - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায় ছাত্রদলের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে পুরানগড়ে নন্না চৌধুরী হসপিটালের মাঠে ওয়াসিম আকরামসহ সারাদেশে নিহত শহীদদের স্বরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় জয়নাল আবেদীন মানিক ও রিয়াজ মাহমুদের যৌথ সঞ্চালনায় এবং উত্তর সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম রাহী বলেন, ‘এই আন্দোলনের সমন্বয়কদের হ্যামিলনের বাঁশিওয়ালা বললে শহীদদের বলতে হবে নুনের নুকতা। শহীদরা আকাশের তারা হয়ে জেগেছিল বলে বাকিরা সংগ্রামের, প্রতিরোধের চেতনা পেয়েছে। যারা শহীদ হয়েছে তাদের ফেসবুক স্ট্যাটাস ও রেখে যাওয়া চিঠি পড়ে দেখুন, সবাই মৃত্যু আসবে জেনেও মিছিলে শামিল হয়েছিল।’

তিনি বলেন, আন্দোলনে সব সেক্টরে কাজ হয়েছে। সাংস্কৃতিক অবদান অনস্বীকার্য, গান, কবিতা, মিম, কার্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যমের জ্বালাময়ী লেখা শক্তি দিয়েছে। কনটেন্ট ক্রিয়েটররা মানুষকে উৎসাহিত করেছে। যে যার জায়গা থেকে যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে।’

এ সময় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেঁওচিয়া ইউনিয়ন বিএনপি নেতা নাছির উদ্দীন, খাগরিয়া ইউনিয়ন বিএনপি নেতা শামসুল আলম, পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন সওদাগর, বাজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মমতাজ, বিএনপি নেতা আবু ছৈয়দ, স্বেচ্ছাসেবক দলের উত্তর সাতকানিয়া আহ্বায়ক ফৌজুল কবির রুবেল, সদস্যসচিব ওবাইদুল আরাফাত, যুবদল নেতা আলমগীর সাকিব, রাশেদুল ইসলাম, ইলিয়াছ ছাকী, ওসমান গণী, আবু ছালেহ মাহী, ছাত্রদল নেতা আতিকুর রহমান, রাশেদুল ইসলাম, খান সাহেব মানিক প্রমূখ।


আরো সংবাদ



premium cement

সকল